Cyber Achid-71

Cyber Achid-71
Cyber Achid-71

Breaking News

DDOS Tutorial

DDOS Tutorial

Cyber Achid 71

Cyber Achid 71

Cyber Achid 71

Cyber Achid 71

রবিবার, ২৩ আগস্ট, ২০১৫

বেসিক হ্যাকিং টিউটোরিয়াল: ওয়েবসাইট এডমিন প্যানেল খুঁজে বের করা এবং সিপ্যানেল নিয়ে কিছু কথা ।

সাধারনত নতুন কিনবা পুরাতন, লিট কিনবা এলিট সব হ্যাকারেরই SQLI করার সময় এডমিন প্যানেল খুঁজে বের করাটা মাথা ব্যাথার কারন হয়ে দাড়ায় । কারন, এটা খুঁজে পাওয়া অনেকটাই ভাগ্যের উপর নির্ভর করে । নানা রকম কারনে এডমিন প্যানেল খুঁজে পাওয়া যায় না ।
 যেমন,
১. এডমিন প্যানেল ডিরেক্টরি ইউনিক এবং জটিল দেওয়া থাকলে সে ক্ষেত্র Guess করাটা মুশকিলে হয়ে যায় ।
২. এডমিন প্যানেল ই না থাকলে কিনবা টেম্পরারী এডমিন প্যানেল হলে ( ডেভেলপারদের নতুন কৌশল এটা সাইটকে হ্যাকিং এর হাত থেকে সুরক্ষিত রাখার )
৩. একাধিক ফেইক এডমিন প্যানেল থাকলে
 প্রাথমিক অবস্থাতে অধিকাংশ শিক্ষানবিস রা যারা cpanel কি জানেন না তারা সিপ্যানেলের সাথে সাইট এডমিন প্যানেলকে তালগোল পাকিয়ে ফেলেন । বিশেষকরে যারা Havij টুলটি এডমিন প্যানেল খোঁজার জন্য ব্যবহার করে থাকেন তারা এ ভুলটা সবচাইতে বেশী করেন । কারন, এই ফালতু সফটওয়্যারটা সিপ্যানেল কে রেজাল্টে প্রদর্শন করে । যাই হোক,  সাইটের এডমিন প্যানেল হলো ঐ সাইটের কনটেন্ট কে আপডেট করার জন্য একটি কন্ট্রোল প্যানেল । যেখান থেকে সাইটের বিভিন্ন লেখা অ্যাড, এডিট কিনবা সম্পাদনা করা যায় । অপরদিকে সিপ্যানেল হলো এডমিন প্যানেল সহ পুরা সাইটের স্ক্রিপ্টকে  সম্পাদনা করার কাজে ব্যবহৃত হয় । সোজা কথায়, এডমিন প্যানেল হলো তাই যা থেকে সাইটের কনটেন্ট আপডেট করা হয়  আর সিপ্যানেল হলো তাই যা থেকে হোস্টিং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করা হয় । সুতরাং দুইটা জিনিস এক না ।এবার কিছু উদাহরন দেখা যাক,
উদাহরন:
এডমিন প্যানেল:
http://www.indianfrro.gov.in/frro/frroadmin/
http://mhada.gov.in/mh_admin/index.php
http://mahaforest.gov.in/admin/login.php
http://mes.gov.in/administrator/index.php
এগুলো সবই সাইটের এডমিন প্যানেল । তাহলে সিপ্যানেল কোনগুলো? নিচের উদাহরন গুলো হলো সিপ্যানেল ।
প্রথমত ওয়েব হ্যাকারদের টার্গেট থাকে সাইটের এডমিন প্যানেলে প্রবেশ করার, তাই সাইটের এডমিন প্যানেল পাওয়াটা সবচাইতে জরুরী ।
কিভাবে এডমিন প্যানেল পাবেন ?
 

পদ্ধতি ১: 
এডমিন প্যানেল ফাইন্ডার ব্যবহার করে বের করতে পারেন । এ কাজের জন্য পিএইচপি কিনবা অন্য ভাষায় লেখা প্রোগ্রাম ব্যবহার করতে পারেন । চাইলে অনলাইন এডমিন প্যানেল ফাইন্ডার ব্যবহার করতে পারেন এ কাজের জন্য । যারা নতুন তারা পিসি কে লোকাল হোস্ট বানিয়ে বিভিন্ন শেলের এডমিন ফাইন্ডার অপশনটি ঐখানে ব্যবহার করতে পারেন ।
পদ্ধতি ২: 
সাইটের সি এম এস কি তা থেকে অনেক সময় এডমিন পানেল এর লিংক কি হতে পারে তা ধারনা করা যায় । যেমন:
WORDPRESS CMS: SITE.COM/WP-ADMIN/ এটা কেমন হয় দেখতে এখানে ক্লিক করুন ( ইউজার নেম: admin এবং পাসওয়ার্ড: pass)
Joomla: Site.com/administrator/  এটা কেমন হয় দেখতে এখানে ক্লিক করুন ( ইউজার নেম: admin এবং পাসওয়ার্ড: pass)
এরকম অসংখ্য সাইটের এডমিন প্যানেল এর ডেমো দেখতে নিচের লিংক দেখুন :
পদ্ধতি ৩: 
সাইটের robots.txt ফাইলটি দেখা ।যেমন:
এটা দেখতে সাইটের শেষে robots.txt লাগাতে হবে । তবে সব সাইটে এটা থাকে না, কিনবা থাকলেও এডমিন প্যানেল ফেইক কিনবা নাও থাকতে পারে ।
পদ্ধতি ৪: 
পুরো সাইটের স্ক্রিপ্ট কে ভালো স্ক্যানার দিয়ে স্ক্যান করা ।  যেমন: acunetix এর সাইট Crawler অপশন টা ব্যবহার করতে পারেন ।
এছাড়াও সাইটের বিভিন্ন ফাইলের (ইমেজ/ডকুমেন্ট ইত্যাদি) লিংক থেকেও এডমিন প্যানেল পাওয়া সম্ভব ।
যাইহোক সময় সল্পতার কারনে বেশী লিখতে পারলাম না । আপনাদের কোনো সমস্যা থাকলে মন্তব্যের মাধ্যমে জানাবেন ফেইসবুকে ম্যাসেজ দিবেন না । 
 
ধন্যবাদ -
 
সংগৃহিতঃ http://www.greenweb.com.bd
 

1 টি মন্তব্য:

Designed By Cyber Achid 71 Published By Cyber Achid 71 - Support GreenWeb